• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মহেশখালীতে RB24 ফাউন্ডেশন কর্তৃক মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা সম্পন্ন ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার খাগড়াছড়ি জেলা জামায়াতের ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত খাগড়াছড়িতে জামায়াত নেতৃবৃন্দের সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ এখনো অনিশ্চিত:  তবুও শুরু হল চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাট সেতু নির্মাণের প্রাথমিক কাজ রাঙ্গামাটিতে স্বাস্থ্যসেবা বিষয়ক জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবাগ্রহীতার গণশুনানি অনুষ্ঠিত খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান  পদ্মা যমুনায় নাব্যতা সংকটে বিপাকে জাহাজ চলাচল  রাঙামাটিতে কমলা চাষে সফল সুদত্ত চাকমা রামগতিতে জোরপূর্বক বসতঘর দখলের চেষ্টা রাঙামাটি জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত লংগদুতে মহিলা দলের বর্ধিত সভা

বিজিবির এক কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে রাজপথে হাজারো অসহায় মানুষ, করেছেন মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ  

সাইফুর রহমান (সজিব) / ৩৫২ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

সাইফুর রহমান (সজিব)
সরকারি চাকরীতে পদায়ন বদলী স্বাভাবিক নিয়ম হলেও ভিন্ন গল্প হয়ে উঠে কারও কারও জীবনে। তেমনি এক কর্মকর্তা খাগড়াছড়ির মাটিরাঙ্গার যামীনিপাড়া ২৩ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল করিম। দীর্ঘ ২ বছরের বেশী সময় দায়িত্ব পালন করতে এসে তিনি হয়ে উঠেছেন এ অঞ্চলের সাধারণ মানুষের প্রিয়জন।
গতকাল তার বদলী আদেশের খবরে আজ যামীনিপাড়া জোন সদরের সামনে এসে আদেশ বাতিলের দাবি তুলেছেন স্থানীয়রা, করেছেন মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ। স্থানীয়রা জানান, সীমান্ত সুরক্ষার রুটিন দায়িত্বের ফাঁকে তিনি মিশে গিয়েছেন সব শ্রেণীর মানুষের সাথে। এলাকার আর্তসামাজিক অবস্থার উন্নয়নে করেছেন বহুমুখী কার্যক্রম। করোনা মহামারীর সময় কর্মহীন মানুষের জন্য কেছেন নানান সাহায্য সহায়তা, গৃহহীনদের জন্য করেছেন ঘর নির্মাণ, গরীব অসহায় ছেলে মেয়েদের বিয়ে দেয়া, স্বজনহীন মৃতব্যক্তি দাফনের ব্যবস্থাসহ শিক্ষা, স্বাস্থ্যের মান্নোয়নে করেছেন কাজ।
এমন মানবিক এক অভিভাবকের বদলীর খবরে তাই বিচলিত এখানকার মানুষ। তাই তাদের এই আন্দোলন। বিশেষ বিবেচনায় এ মানবিক কর্মকর্তার বদলীয় আদেশ বাতিল করে আরও কিছু সময় রাখতে চান মাটিরাঙ্গার তবলছড়ি, বড়নাল ও তাইন্দং এর জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। এদিকে অবরোধের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে সবাইকে শান্ত করে পুনরায় যান চলাচল স্বাভাবিক করেন এ কর্মকর্তা। জানান বদলি তাদের চাকরি জীবনেরই একটা অংশ, সুতরাং এটাকে সহজে মেনে নিতেই হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ