মোঃ মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ১০ দিনব্যাপী ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা সদস্যদের গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের হল রুমে এ সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোট ৬৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে সনদ ও সম্মানি ভাতা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম। এছাড়াও ৬৪ জনের মধ্যে সেরা তিনজনের মাঝেও বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছের হক, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুস সালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এঁখতার আলী খান সহ প্রশিক্ষক-প্রশিক্ষিকা, দলনেতা ও দলনেত্রীবৃন্দ।