মোঃ জুবাইরুল ইসলাম, চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় ট্যাংক লরি ও অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে ও অনাগত সন্তান নিহত হওয়ায় দেশব্যাপী চাঞ্চল্যকর ও ক্লুলেস ঘটনার রহস্য উন্মোচনপূর্বক লরির চালক’কে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থেকে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
গত ২৪ আগস্ট বিকাল অনুমান ০৩.১০ টায় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া আমতলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামগামী একটি ট্যাংক লরি ট্রাক (যার রেজিঃ নং-চট্টমেট্টো ঢ-৬১-০৩৭১) ও একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি ছিটকে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশায় আরোহী ৬ জনই গুরুতর আহত হন। এ সময় লরির চালক ঘটনাস্থল হতে পালিয়ে যান। আহত ব্যক্তিদেরকে সঙ্গে সঙ্গে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে ২ জন নারীকে মৃত ঘোষণা করেন। মৃত নারীদ্বয় হলেন কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন মগনামা ঘাট এলাকার বাসিন্দা জনৈক আব্দুস সালামের স্ত্রী রোকেয়া বেগম (৪৫) ও তার মেয়ে জেসমিন আক্তার (১৯)। নিহত জেসমিন আক্তার গর্ভবতী ছিলেন এবং তার পেটে থাকা অনাগত সন্তানও মারা যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে একই তারিখ রাত অনুমান ২০.৪৫ ঘটিকায় নিহত রোকেয়া বেগমের স্বামী মোঃ আব্দুস সালাম বাদী হয়ে ট্যাংক লরিটির অজ্ঞাতনামা চালককে আসামি করে কক্সবাজার জেলার চকরিয়া থানায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০৫/৯৮/৯৫ ধারায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশ হওয়ার সাথে সাথে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্ণিত ঘটনার পরপরই পলাতক লরি চালককে শনাক্ত ও ঘটনার রহস্য উন্মোচনের লক্ষ্যে মাঠে নামে র্যাব। অনুসন্ধানের একপর্যায়ে র্যাব নিশ্চিত হতে পারে যে, মামলায় অভিযুক্ত অজ্ঞাতনামা পলাতক আসামি হলেন নোয়াখালী জেলার সুধারাম থানাধীন নেসপুর এলাকার স্থায়ী বাসিন্দা মাসুদুর রহমান বাদশা। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে র্যাব আরো জানতে পারে যে, চালক বাদশা চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে অবস্থান করছেন। এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ আগস্ট ২০২৩ তারিখ রাত অনুমান ০২.১০ ঘটিকায় র্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র্যাব-১৫ এবং র্যাব-৭ যৌথভাবে অভিযান পরিচালনা করে সীতাকুন্ড থানার ছোট কুমিরা এলাকা থেকে পলাতক আসামি মাসুদুর রহমান বাদশা’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিস্তারিত পরিচয়ঃ মাসুদুর রহমান বাদশা (৩৯), পিতা-রফিকুল্লাহ, সাং-নেসপুর, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি উক্ত দুর্ঘটনার দায় স্বীকার করেন এবং লরিটি দ্রুত ও বেপরোয়া গতিতে চালনার ফলে বর্ণিত দুর্ঘটনা সংঘঠিত হয়েছে মর্মে জানান।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।