মোঃ জুবাইরুল ইসলাম,চকরিয়া
(কক্সবাজার)প্রতিনিধিঃকক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ফের বন্যার আশঙ্কা। এর আগে বন্যায় প্লাবিত হয়ে পানিতে বন্দী ছিলো চকরিরও পেকুয়ার সকল মানুষ।
অদ্য ২৬ ও ২৭’ই আগস্ট, ২৩ইং থেকে ভারী বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার মাতামুহুরি নদীসহ বিভিন্ন ছড়াখালে বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে ঢলের পানি। তবে, ভারী বৃষ্টি লাগামহীন চলতে থাকলে ঢলের পানি বিপদসীমা অতিক্রম করে ফের বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
হারবাংয়ে (গতকাল)সাম্প্রতিক সময়ে বন্যায় যে ভাঙন হয়েছিলো সে ভাঙন দিয়ে ফের বন্যার পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম।মূলত বন্যার ভাঙ্গা অংশগুলো মোটামুটি মেরামত করলেও পাহাড়ি ঢলের পানিতে ঐগুলা আবার ভেঙে পানি ডুকতে শুরু করেছে।
এ বিষয়ে ১নং হারবাং ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ জানান,দ্বিতীয় দফায় গত ২৬ ও ২৭’ই আগস্ট, ২৩ইং বৃষ্টি হলে পূনরায় পূর্বে মেরামত কৃত রাস্তাগুলো ভেঙ্গে পড়ে।হারবাং এর কয়েকটি এলাকায় বেশি ভাঙ্গন হয়।তিনি বলেন,হারবাং এর রাখাইন পাড়া,নয়াপাড়া,রোসাইঙ্গা পাড়া,চর পাড়া,গোদার পাড়া ও মসজিদের মোরাসহ বেশকিছু এলাকা প্লাবিত হয় এবং সেখানের রাস্তাঘাট এর ভাঙ্গন হয়।তবে আজ ২৮’ই আগস্ট, ২৩ইং থেকে সড়কগুলো মেরামত এর কাজ শুরু হয়।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিভিন্ন সহযোগিতা পাঠানো হয় ও তাদের খোঁজখবর নেওয়া হয়।