• বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল

মানিকছড়িতে ভূমিদস্যুরা বেপরোয়া কেয়ারটেকারকে মারধর সংখ্যালঘু’র জায়গা জবরদখল! থানায় অভিযোগ

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) / ৪৫১ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চট্টগ্রামের সীমান্তবর্তী ও সমতল হওয়ায় এখানে প্রতিনিয়ত জায়গা,জমির মূল্য বাড়ছে। দামবৃদ্ধিকে পুঁজিকে দীর্ঘদিন ধরে তিনটহরী ইউনিয়নে গড়ে উঠেছে ভূমি জবরদখলে একটি সংঘবদ্ধ চক্র! এই চক্রের হাতে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কথা নেই। দখলদার আর্থিক বা সামাজিকভাবে অসহায় বা দুর্বল হলেই তার কপালে দুঃখ! উপজেলার তিনটহরী ইউনিয়নের কুমারী বড়টিলার কাটাবন এলাকায় গত ১৮ বছর ধরে বাগ-বাগান সৃজন করে কেয়ারটেকার বসিয়ে ৫একর টিলা সাজিয়েছিলেন কাজল শীল নামক এক সনাতন ধর্মাবলম্বী সৌখিন ব্যক্তি। গত শনিবার সন্ধ্যা রাতে ওই এলাকার সংঘবদ্ধ ভূমিদস্যু এরশাদ, হাসেম, রোকেয়া ও হোসেন গংগেরা দলবল নিয়ে কেয়ারটেকার কংজ্য মারমা ও তার পরিবারকে মারধর এবং হুমকি প্রদান করে রাতের আধারে তাড়িয়ে দিয়ে দিব্য ওই সংখ্যালঘু কাজলের ঘর ও বাগ-বাগান জবরদখলে নিয়ে নেয় ভূমিদস্যুরা!

বিষয়টি জানতে ভূমি ও সৃজিত বাগানের মালিক এবং ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাজল শীল ২৭ আগস্ট সকালে জায়গায় আসলেও ভূমিদস্যুতের হুমকি,ধমকিতে বাগানে ঢুকতে পারেনি! পরে কাজল শীল বাধ্য হয়ে সন্ধ্যায় মানিকছড়ি থানা পুলিশের কাছে ভূমিদস্যু এরশাদ মিয়া , আবুল হাসেম, রোকেয়া বেগম, আবুল হোসেন, আলামিন মিস্ত্রী, ইউনুচ মিয়াসহ আরও অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে তিনটহরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, কাজল শীল একজন শান্তশিষ্ট ও সামাজিক মানুষ। তার ভোগদখলীয় ও সৃজিত বাগানে রাতের আধারে একজন মহিলার পক্ষ হয়ে জবরদখল করার খবর পেয়েছি। তবে ঘটনা দুঃখজনক।কাজল শীলকে আইনের আশ্রয় নিতে চাওয়ায় আমি তাকে বারণ করিনি। কারণ এটি দীর্ঘ সময় ধরে কাজল শীল ওই জায়গায় বাগবাগান সৃজন করে কেয়ারটেকার বসিয়ে ভোগদখলে আছে।

থানায় অভিযোগের বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনচারুল করিম বলেন, সংখ্যালঘু পরিবারের ভোগ-দখলীয় ও বাগ-বাগানসহ একটি জায়গা জবরদখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করার জন্য একজন দক্ষ উপ পরিদর্শককে(এস.আই) দায়িত্ব দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ