আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়িতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায় প্রকল্পের মানিকছড়ি তথ্য আপার উদ্যোগে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি’র বক্তব্যে খাগড়াছড়ির সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী-পুরুষদের সর্বক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত করার ফলে আজ বাংলার নারীরা অনেক উঁচু আসনে নিজেকে তুলে ধরতে পেরেছে। এ ধারা অব্যাহত রাখতে আ.লীগ সরকার বার বার দরকার।
২৭ আগস্ট রোববার দুপুর, আড়াইটায় উপজেলা অডিটরিয়ামে প্রকল্পের উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সুমাইয়া আক্তারের সঞ্চালনায় ও উপজেলার বিভিন্ন প্রান্তের ১০০ জন নারীর উপস্থিতিতে বিশেষ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, ২৯৮ নং খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, খাগড়াছড়ি জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিগার সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী, সহকারী কমিশনার ( ভূমি) রুম্পা ঘোষ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এম.পি বলেন, বর্তমান সরকার পুরুষের পাশাপাশি পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে তথ্য কেন্দ্রের সহায়তায় ডোর টু ডোর পদ্ধতি ও উঠান বৈঠকের মাধ্যমে মানুষের দৌড় গোড়ায় সেবা দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী-পুরুষদের সর্বক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত করার ফলে আজ বাংলার নারীরা অনেক উঁচু আসনে নিজেকে তুলে ধরতে পেরেছে। এ ধারা অব্যাহত রাখতে আ.লীগ সরকার বার বার দরকার। তিনি আরও বলেন, ‘তথ্য আপা’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন একটি প্রকল্প। সংস্থাটি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ণ(২য় পর্যায়ে) শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করছে।
এ প্রকল্পের আওতায় সংস্থাটি নারীদের শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার বিষয় তথ্য কেন্দ্র হতে বিনামূল্যে ডোর টু ডোর পদ্ধতিতে এবং উঠান বৈঠকের মাধ্যমে সেবা প্রধান করেন।