• বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল

মানিকছড়ির তিনটহরী ইউনিয়ন আ.লীগের শোক সমাবেশ

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) / ৩৩৯ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)

শোকাবহ আগস্ট মাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কুরআন, দোয়া মাহফিল ও শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার ৪নম্বর তিনটহরী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে তিনটহরী বাজারে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. বাহার মিয়া ও ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় এবং ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন। প্রধান বক্তা ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক এম.ই আজাদ চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. আলমগীর হোসেন, ত্রাণ ও সমাজ সেবা বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শমসের আলী, উপজেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি রাহেলা আক্তার, ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন রুবেল প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা ও আওয়ামীলীগ বিরোধীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধু ৩ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, সেই তিন বছরে দেশ অনেক এগিয়ে গিয়েছিল। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আবার দেশে অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে। অর্থনৈতিক অগ্রযাত্রা ও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা আরও বলেন, ‘স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে আত্মমর্যাদাশীল জাতিতে রূপান্তরে আমৃত্যু লড়াই-সংগ্রাম করে গেছেন। অন্যায়, অনিয়ম এবং দুঃশাসনের বিরুদ্ধে তিনি ছিলেন, সোচ্চার। তিনি শুধু অবিসংবাদিত নেতাই ছিলেন না, ছিলেন বীরত্ব, ত্যাগ, প্রত্যয়দীপ্ত একজন রাজনীতিক। তিনি বাঙালি জাতির জীবনে এসেছিলেন আলোকবর্তিকা হয়ে। জাতির পিতার জীবন-দর্শন অনুসরণ করেই তার আদর্শের ধারক-বাহক হতে পারলেই এগিয়ে যাবে দেশ, সমৃদ্ধ হবে জাতি’।

এসময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে অনুষ্ঠানের প্রথমার্ধে ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ