হ্যাপী করিম (মহেশখালী) প্রতিনিধি:
২০০৪ সালে ২১আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে মহেশখালীতে আজ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, বিকাল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন. জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডর ছালেহ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, এড আবু তালেব, সাবেক চেয়ারম্যান শামশুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন, প্রভাষক এহসানুল করিম, বজ্র গোপাল ঘোষ, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন, সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম, কুতুুুুু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম’সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান বক্তা অতিথির বক্তব্যে আশেক উল্লাহ রফিক ২১আগস্টে শহীদদের কথা স্মরণ করে বলেন, বাংলাদেশকে সন্ত্রাসের হাত থেকে মুক্ত করার জন্য আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে। সেদিন আওয়ামীলীগকে যারা নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, সেই অশুভ শক্তির বিরুদ্ধে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমারা লড়াই করে যাবো এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করবো এটাই আমাদের প্রত্যয়।
স্মরণ সভা শেষে ২০০৪ সালে ২১আগস্টে নিহত শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি