খাগড়াছড়ির পানছড়িতে মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের শিক্ষকদের সমন্বয়ে নতুন কারিকুলাম বিষয়ে অবহিতকরণ ও শিক্ষার গুণগত উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন কারিকুলাম বিস্তরণে পানছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (১৯ আগষ্ট) বেলা সাড়ে ১০টায় পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার (অ. দা.) ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন। পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুগত চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা এবং রিসোর্স পার্সন ছিলেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক ছফর আলী মনির।
পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জেমিন চাকমার সঞ্চলনায় এতে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ইংরেজি বিষয়ে নতুন কারিকুলামের মাস্টার ট্রেইনার মিনহাজুর রহমান, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহম্মদ, পানছড়ি ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম, নালকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিস দত্ত চাকমা ও পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চাকমা প্রমুখ।
সভায় খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার (অ. দা.) ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে আমরা ইতোমধ্যে অনেক কাজ করেছি। প্রশিক্ষণ নিয়েছি, শিক্ষক সহায়িকা বই পেয়েছি। ষান্মাসিক মূল্যায়নের কাজও করেছি। শিক্ষক সহায়িকা বই ও কর্তৃপক্ষের অন্যান্য নির্দেশনা অনুসরণ করে নতুন কারিকুলাম বাস্তবায়নে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
পানছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা বলেন,এখানে নতুন কারিকুলাম বাস্তবায়নে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের সবার আন্তরিক প্রচেষ্টা থাকলে,দক্ষতা ও অভিজ্ঞতাভিত্তিক এই শিক্ষা ব্যবস্থাকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো।
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক ছফর আলী মনির বলেন, আমরা এমন একযুগে আছি যেখানে কর্মদক্ষতার বিকল্প নেই। এই কারিকুলাম বাস্তবায়ন করতে পারলে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে দক্ষতা ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার মাধ্যমে স্মার্ট জনসম্পদে পরিণত করতে পারবো।
অন্যান্য বক্তারা বলেন,বিভিন্ন সমস্যা থাকলেও নতুন কারিকুলাম বাস্তবায়নে আমরা শিক্ষক-শিক্ষার্থী সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিক্ষার যাবতীয় উন্নয়নে আমরা আমাদের সাধ্যানুযায়ী প্রচেষ্টা অব্যাহত রাখবো।