মো. মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। যারমধ্যে ৩টি খাবারের হোটেল, ৪টি কুলিং কর্নার, দুইটি পার্টসের দোকান, একটি মোবাইলের দোকান, একটি পানের দোকান।
১৭ আগস্ট (বৃহস্পতিবার) আনুমানিক সকাল ৬টার দিকে উপজেলার বাস স্টেশন এলাকার মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন সহ স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম জানান, দীঘিনালা বাস স্টেশন এলাকার মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি দোকানঘর পুড়ে গেছে। বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সামগ্রী সহ সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।