• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আ.লীগ আবার ফিরে আসবে’ মন্তব্যে শাস্তির মুখে ইউএনও মহালছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত  ক্যায়াংঘাট ইউনিয়ন বিএনপির ৭১ বিশিষ্ট কমিটি গঠিত দূর্গাপুরে বই পড়ে পুরস্কার পেল ১২ শিক্ষার্থী দূর্গাপুরে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা দুর্নীতির সাম্রাজ্যে বসে প্রধান প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছেন আবদুর রশিদ! রোয়াংছড়ি থানায় উপস্থিত সুশীল সমাজের সাথে  মতবিনিময়- পুলিশ সুপার মুবাছড়ি ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও হস্তান্তর সম্পন্ন সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত কাপ্তাইয়ে অর্থনৈতিক শুমারিতে কাপ্তাই উপজেলা নির্বাহী কার্যালয়ের তথ্য প্রদান লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিলনমেলা  মাইসছড়িতে মায়ের চোঁখের সামনেই শিশুর মর্মান্তিক মৃত্যু

মানিকছড়িতে ইউনিয়ন আ.লীগের উদ্যোগে শোক সমাবেশ

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) / ১৬৩ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)

শোকাবহ আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম হত্যাকান্ডের ৪৮তম বর্ষপূর্তিতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় শোক সমাবেশসহ নানা কর্মসূচী পালন করছে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার বিকেল সাড়ে সাড়ে ৩টায় উপজেলার ১নম্বর মানিকছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে শোক সমাবেশ অনুষ্টিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আকতার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও শোক সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত শোক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন। প্রধান বক্তা ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আ.লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিউল আলম চৌধুরী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম মোহন, যুগ্ন সাধারণ সম্পাদক এম.ই. আজাদ চৌধুরী বাবুল, মো. বাহার মিয়া, উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক মো. মহি উদ্দীন মুকুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউল আলম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ডলি রানী চৌধুরী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ আলম, উপজেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি রাহেলা আক্তার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, কলেজ ছাত্রলীগ সভাপতি আবু জাফর, ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি  মো. রবিউল আহমেদ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, স্বাধীনতা ও আ.লীগ বিরোধীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে সোনার বাংলায় রূপান্তর করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকদের তা সহ্য হয়নি। ওই ঘাতকদের নির্মম বুলেটে তাঁকে সপরিবারে শাহাদাৎ বরণ করতে হয়েছে।’ বঙ্গবন্ধুর কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, ‘তিনি অত্যান্ত সৎ, উদার, দেশপ্রেমিক, সাহসী ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মহান ব্যক্তিত্ব ছিলেন। সাধারণ মানুষের ভাগ্যন্নয়নের সংগ্রামে তিনি মৃত্যু, জেল, জুলুমকে কখনও ভয় পাননি। মানুষের মুখ দেখেই তার দুঃখ দুর্দশা বুঝে যেতেন তিনি। মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন।’ বক্তারা আরও বলেন, ‘এবার ১৫ আগস্ট আমাদের মাঝে ভিন্ন প্রেক্ষাপটে এসেছে। আমাদের প্রত্যয় হোক-১৫ আগস্ট কে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে আমাদের শিক্ষা নিতে হবে’। এসময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ