• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার বাঙ্গালহালিয়াতে রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে অন্নকুট উৎসব সম্পন্ন

৮ বছর পর লাকসামে আবদুর রহিম হত্যা মামলার পলাতক ৩ আসামিসহ ৪জন গ্রেফতার

আরিফুর রহমান স্বপন, লাকসাম(কুমিল্লা) / ২০৭ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা 

লাকসামে আবদুর রহিম হত্যা মামলার ৮ বছর পর পলাতক তিনজন আসামি এবং অপর একটি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে লাকসাম থানা পুলিশ।

গত রবিবার ও সোমবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক তিন আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে বলে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- আবদুর রহিম হত্যা মামলার পলাতক আসামি উপজেলার শ্রীয়াং গ্রামের নরুল হুদার ছেলে ফারুক মিয়া, একই গ্রামের মৃত আসলাম মিয়ার ছেলে মহরম আলী ও মৃত কালা মিয়ার ছেলে আবদুল মান্নান। এছাড়াও জিআর ১১১/১৮ নং মামলার অপর এক পলাতক আসামি উপজেলার শ্রীয়াং গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে লাকসামের শ্রীয়াং গ্রামে সম্পত্তির বিরোধ ও পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বল্লম ও টেঁটার আঘাতে শ্রীয়াং গ্রামের সফিকুর রহমানের ছেলে আবদুর রহিম (২৮) ও একই গ্রামের আবদুল মন্নান মনুর ছেলে সুলতান আহমেদ (৩২) নিহত হয়। নিহত আবদুর রহিমের বাবা সফিকুর রহমান বাদী হয়ে ওই সময় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার শ্রীয়াং গ্রামের রাজন ভূঁইয়ার একটি পরিত‍্যক্ত বাড়ির সম্পত্তি নিয়ে প্রায় ৪৫ বছর ধরে দুই প্রতিপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানা ও আদালতে একাধিক মামলাও হয়েছে তাদের। এ ঘটনায় তিন দফায় চারজন নিহত ও শতাধিক নারী-পুরুষ আহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ