আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার
বিসিএস কিংবা পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা সরকারি কর্মকর্তা হয়েছেন তাঁরা নানা সময়ে এসএসসি, এইচএসসি পরীক্ষার্থীদের হলে ম্যাজিস্ট্রেট কিংবা তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু আজ তাঁরাও শিক্ষার্থীদের সাথে বসে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে লেখা বইয়ের ওপর অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে প্রকাশিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পড়ার ওপর সকলের মনযোগ সৃষ্টি ও বঙ্গবন্ধুকে জানার জন্য খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রশাসন জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানমালায় এবার এই কুইজ প্রতিযোগিতা অন্তর্ভুক্ত করলেন।
১৪ আগস্ট দুপুর ১২টায় স্কুল,কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সাথে বসে কর্মকর্তারাও কুইজে অংশ নেওয়ায় শিক্ষার্থীরাও ভাবলেন এবং বুঝলেন জানা বা জ্ঞান অর্জনের সীমা রেখা নেই।
প্রতিযোগিতা চলাকালীন হল পরিদর্শনে আসেন এই কুইজ প্রতিযোগিতা আয়োজনের স্বপ্নদষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী। ১-৫ বিজয়ীর জন্য ঘোষণা করেন বিশেষ পুরস্কার।
কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থী ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে ইউএনও রক্তিম চৌধুরী বলেন, ‘পরীক্ষা দিচ্ছেন কর্মকর্তারা, যারা বিভিন্ন সময় পরীক্ষা নিয়ে থাকেন’। ‘ পরীক্ষা দিচ্ছেন ম্যাজিস্ট্রেট, যিনি বিভিন্ন সময় পরীক্ষা পুরো দায়িত্ব থাকেন’। তিনি আরও বলেন, এখন থেকে নিয়মিত বিভিন্ন বইয়ের ওপর এভাবে মেধা যাছাই ও প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হবে। বিজয়ীদের জন্য আকর্ষনীয় পুরস্কার।
পার্বত্যকন্ঠ নিঊজ/রনি