খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানা পুলিশের মাদক বিরোধী পৃথক দুই অভিযানে ৪৫০ (চারশত পঞ্চাশ গ্রাম) গাঁজা ও ২৮ (আটাশ) লিটার দেশীয় তৈরি চোলাইমদ সহ দুইজন কে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন,০৪ নং মাইসছড়ি ইউপির পশ্চিম ক্যায়াংঘাট গ্রামের জ্যোতিশ চাকমা ছেলে সাধন চাকমা(২৭) অপর জন মাইসছড়ি ইউপি,নুনছড়ি গুচ্ছগ্রামের মোঃ আঃ খালেক এর ছেলে মোঃ রমজান আলী(২৫),পুলিশ সুত্রে জানাগেছে,গত
১৩ আগষ্ট পৌনে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানাধীন ০৪ নং মাইসছড়ি ইউপি,জয়সেনপাড়া রবি টাওয়ারের পূর্ব পাশে মাইসছড়ি টু মহালছড়ি পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে সাধন চাকমা(২৭) থেকে ২৮(আটাশ) দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করে অপর জন রাত ২২টা.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানাধীন ০৪ নং মাইসছড়ি ইউপির ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে মাইসছড়ি টু মহালছড়ি পাকা রাস্তার উপরে মোঃ রমজান আলী(২৫)থেকে ৪৫০(চারশত পঞ্চাশ)গ্রাম গাঁজা উদ্ধার করে।
তাদের বিরুদ্ধে মহালছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ০২(দুই )টি মামলা রুজু পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মহালছড়ি থানা অফিসার ইনচার্জ ,আবুল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
পার্বত্যকন্ঠ নিঊজ/রনি