মোঃ মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউপির একাধিক এলাকা ও মানুষের ঘরবাড়ি প্লাবিত হয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে শতাধিক পরিবার।
এমতাবস্থায় ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া পরিবারগুলোর সকল বয়সী মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শতাধিক পরিবারের মাঝে ত্রান সহায়তা হিসেবে চাল, আটা, তেল, লবন, চিনি, দিয়াশলাই, বিস্কুট, খাবার স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল দীঘিনালা সেনা জোন।
১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে মেরুং ইউপির দক্ষিণ আর এস সরকারি প্রাথমিক বিদ্যালয় এ চিকিৎসা সেবা ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর নূর নাফিস (ওএসপি, পিএসসি), ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান (আরএমও), মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, ইউপি সদস্য মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হেলাল, ঘনশ্যাম ত্রিপুরা প্রমূখ।
উপকার ভোগীদের মধ্যে মোছা. তাসলিমা বেগম (৪৫) ও মোছা. আমেনা খাতুন (৫০) সহ অনেকেই বলেন, বন্যার পানিতে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে এসে উঠি। সেনাবাহিনী, প্রশাসন ও জনপ্রতিনিধা সবসময় আমাদের খোঁজ-খবর রাখার পাশাপাশি খাদ্য সহায়তা দিয়েছেন। খাদ্য সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবাও দিয়েছে। আমরা সেনাবাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।