অতিরিক্ত বৃষ্টি, পাহাড় ধস ও বন্যার কারণে মহালছড়ি, বিজিতলা, পাকিজাছড়ি, দাঁতকুপিয়া, গামারি ডালা, সিলেটি পাড়া ও কাপ্তাই পাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত দুইশো টি পাহাড়ি ও বাঙ্গালী পরিবারের মাঝে ত্রান সহায়তা পৌছে দিয়েছে মহালছড়ি সেনা জোন।
৯ আগস্ট (বুধবার) দুপুরে মহালছড়ি সেনা জোনের পক্ষ থেকে সেনা জোনের আওতাধীন বন্যায় প্লাবিত এলাকাগুলোতে এসব ত্রান সামগ্রী পৌছে দেন মহালছড়ি সেনা জোনের সেনা সদস্যরা।
সেনা জোন সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি উন্নয়ন এর পাশাপাশি খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশো টি পরিবারের মাঝে ত্রান সহায়তা দেয়া হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি সেনা জোনের এ ধারা অব্যাহত থাকবে।