• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
মহেশখালীতে RB24 ফাউন্ডেশন কর্তৃক মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা সম্পন্ন ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার খাগড়াছড়ি জেলা জামায়াতের ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত খাগড়াছড়িতে জামায়াত নেতৃবৃন্দের সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ এখনো অনিশ্চিত:  তবুও শুরু হল চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাট সেতু নির্মাণের প্রাথমিক কাজ রাঙ্গামাটিতে স্বাস্থ্যসেবা বিষয়ক জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবাগ্রহীতার গণশুনানি অনুষ্ঠিত খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান  পদ্মা যমুনায় নাব্যতা সংকটে বিপাকে জাহাজ চলাচল  রাঙামাটিতে কমলা চাষে সফল সুদত্ত চাকমা রামগতিতে জোরপূর্বক বসতঘর দখলের চেষ্টা রাঙামাটি জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত লংগদুতে মহিলা দলের বর্ধিত সভা

মানিকছড়িতে আশ্রয়ণে ঠাঁই পেয়েছেন ১৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবার

আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক মানিকছড়ি: / ২২০ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক মানিকছড়ি:

আচাইমং মারমা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার অনগ্রসর ও অবহেলিত আচালংপাড়ার একজন পাড়াপ্রধান বা কার্বারী। তিনি হত-দরিদ্র ও ভূমিহীন। সরকারী খাস জায়গায় নড়বড়ে কুঁড়ে ঘর স্ত্রী, সন্তানাদি নিয়ে মানবেতর জীবনযাপনের পাশাপাশি পাড়াপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এলাকায় তাঁর মতো আরও অনেক ভূমিহীন পরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই পেয়ে আবেগে আবেগাপ্লুত!  আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আচাইমং মারমা বলেন, ১০০০ ইট দিয়েও জীবনে কোন ঘর করার স্বপ্ন কখনও দেখেনি ! প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আশ্রয়ণে ঘর দিয়ে পাকা ঘরে থাকার স্বপ্ন দেখিয়েছেন! পাকা ঘরে রাত্রিযাপনের এমন অকল্পনীয় স্বপ্ন বাস্তবে রুপ পেয়েছেন উপজেলার ১০৬২ ভূমিহীন ও গৃহহীন পরিবার।

৯ আগস্ট সকাল ১০ টায় সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ২২ হাজার ১০১টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারে হস্তান্তর কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১৪০টি ঘরের চাবি ও দলিলপত্রাদি হস্তান্তর করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও)মো. তহিদ উজ জামানের স্বাগত বক্তব্যে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এম.এ.জব্বার,, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, সুবিধাভোগী রিজিয়া আক্তার ও আচাইমং মারমা প্রমূখ।

উপজেলার সকল জনপ্রতিনিধি, প্রশাসনিক সকল কর্মকর্তা, সুবিধাভোগীদের উপস্থিতিতে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে জমকালো আয়োজনে সভাপতির বক্তব্যে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রক্তিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পে সুবিধাভোগীদের তালিকা প্রণনয়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারে বাছাই এবং পাহাড়ি জনপদের তৃণমূলে ঘর তৈরির গল্প অনেক। এই এলাকার ভূমিহীন ও গৃহহীন মানুষগুলো এক টুকরো ভূমি ও গৃহ পেয়ে আজ তারা আবেগাপ্লুত। আশ্রয়ণে ঠাঁই পাওয়া সকল নাগরিককে সরকারী সকল সুযোগ, সুবিধা নিশ্চিত করার কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ