মো. মহাসিন মিয়া, নিজস্ব প্রতিনিধি
কয়েকদিন ধরে ভারি বৃষ্টির কারণে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে ৬ ইস্ট বেঙ্গল বাঘাইহাট সেনা জোন।
মঙ্গলবার দুপুরে বাঘাইহাট সেনা জোনের আওতাধীন বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ও পানি বন্ধী শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন ৬ বেঙ্গল বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তৌহিদুর রহমান (পিএসসি)।
এ-সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে। এলাকার সকলের সুস্থভাবে বসবাস, নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং উন্নয়ন মূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী তথা বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, বাঘাইহাট সেনা জোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির তারেক (পিএসসি), ৩৬নং সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলশন চাকমা, বাঘাইহাট বাজার সভাপতি জনাব নাজিম উদ্দীন চৌধুরী, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার সুমিতা রানী চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্ষতিগ্রস্ত পানিবন্দি দুস্থ পরিবার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।