• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাতে পথে ঘুরে ঘুরে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন- পুলিশ সুপার  খাগড়াছড়িতে পরিবেশ প্রকৃতিবান্ধব নিরাপদ চাষাবাদে  কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের- জান্নাতুল ফেরদৌসের বিদায় অনুষ্ঠিত বান্দরবানে ইমাম সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ অজগর সাপ অবমুক্ত চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার কাপ্তাইয়ে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি শীর্ষক অবহিতকরণ সভা কে এই অসহায় বৃদ্ধ : কাপ্তাই উপজেলা সদর হাসপাতাল চত্বরে নিদারুণ কষ্টে মানবতার জীবন যাপন করছেন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সোহেলকে চট্টগ্রামের লোহাগড়া হতে গ্রেফতার সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডারের সাথে সাংবাদিকদের মত বিনিময় মানিকছড়িতে হত দরিদ্র কৃষক রাকিবের পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন জামায়াত নেতাকর্মীরা

শ্রাবণের বৃষ্টি মানিকছড়ি’র প্রান্তিক কৃষকের কারও আর্শিবাদ কারও সর্বনাশ

আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক মানিকছড়ি: / ২৩৭ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক (মানিকছড়ি):

আমনের ভরা মৌসুমে বৃষ্টি না হওয়ায় প্রান্তিক কৃষক জমিতে আমন চারা রোপন করতে পারছিল না। বীজতলায় আমন চারার বয়স বৃদ্ধিতে কৃষকেরা ছিল দুশ্চিন্তায়। অন্যদিকে বর্ষায় বৃষ্টি কম দেখে নীচু জমিতে অনেকে শাক-সবজি ও তরমুজ চাষ শুরু করেন। এমন অবস্থায় গত দুই দিন গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি হওয়ায় এই বৃষ্টি কারও জন্য আর্শিবাদ আবার জন্য কারও সর্বনাশ ডেকে আনছে! খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গোরখানা, ছদুরখীল ও যোগ্যাছোলা এলাকার ১০জন চাষি চলতি মৌসুমে মালচিং পদ্ধতিতে ১ একর জমিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেছেন। প্রতিটি খেতে তরমুজের ফলন আসতে শুরু করেছে। ফলে টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়ার আশংকা দেখা দিয়েছে তরমুজ চাষিদের!

উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের আছাদতলী এলাকার তরুণ কৃষি উদ্যোক্তা মো. দিদারুল আলমের ক্ষেতে গিয়ে দেখা যায়, নিজ উদ্যোগে ২০ শতাংশ জমিতে আগাম মুলা, ২০ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালিন তরমুজ ও ৪০ শতাংশ জমিতে কাঁকরোলের চাষ করেন তিনি। ভালো ফলনের আশায় ৪০ হাজার টাকা বিনিয়োগ করে পরিচর্যাও করছিলেন। জমিগুলো নিচু হওয়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে এসব জমির ফসল। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষক।
কৃষক দিদারুল আলম বলেন, ‘মুলা ও তরমুজ খেতের বেশি ক্ষতি হচ্ছে। থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে পানি নিষ্কাশন করেও বিফল। কিছুদিনের মধ্যেই তরমুজের ফলন আসা শুরু করতো। পানি জমে থাকায় গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা দেখছি’!

এছাড়াও একই গোরখানার এলাকার খোরশেদ আলম ও শামসুল আলমসহ বেশ কয়েকজন তরমুজ ও মৌসুমি সবজি চাষিও ক্ষতি মুখে পড়েছেন। তবে দীর্ঘদিন পর এমন বৃষ্টি আমন চাষে বেশ উপকারে আসবে বলে জানান বৃষ্টি প্রত্যাশী আমন চাষিরা।
অন্যদিকে উপজেলার আমন চাষযোগ্য ২৯৮৬ হেক্টর জমির শত শত কৃষক পানির অভাবে আমন চাষে দেরি এবং বীজতলায় চারা রোপন অনুপযোগী হওয়ার আশংকায় শংকিত হয়ে পড়ছিল। এমন সময় প্রকৃতি যেন আমন চাষিদের জন্য আর্শিবাদ হয়ে নেমে আসে। দলবেঁধে কৃষক-কৃষাণীরা বীজতলা নেমে পড়ে। শুরু হয় জমি চাষ ও চারা রোপন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ বলেন, ‘চলমান বৃষ্টি আমন চাষিদের জন্য আশীর্বাদ। তবে বৃষ্টি চলতে থাকলে তরমুজনও মুলা চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন। তবে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন’।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, উপজেলায় চাষযোগ্য ৪২২৪ হেক্টর কৃষি জমির মধ্যে আমন চাষযোগ্য ২৯৮৬ হেক্টর জমির এক-তৃতীয়াংশ জমি সেচ সুবিধার বাইরে। ফলে এসব জমিতে এক,দুইবার চাষ দিয়ে রাখলেও পানির অভাবে এতদিন চারা রোপন করা যায়নি। এ নিয়ে প্রান্তিক কৃষক অস্বস্তি ও দুশ্চিন্তায় ছিল। অবশেষে বৃষ্টি প্রান্তিক কৃষকের জন্য আর্শিবাদ হয়ে নেমে আসায় আমন রোপনে সবার ব্যতি-ব্যস্থতা বাড়ছে এবং প্রান্তিক কৃষকের মনে অন্তত স্বস্তি ফিরে এসেছে।অন্যদিকে নীচু জমিতে সৃজিত শাক-সবজি খেতে জমা পানি দ্রুত সরিয়ে দেওয়ার অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ