পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডেজী চক্রবর্তীর মানবিক উদ্যোগে পরিবার ফিরে পেল পাঁচ বছর বয়সী কণ্যা শিশু ওহি। মেয়েটিকে খুঁজে পেয়ে মানবিকতার জন্য উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিশু ওহি’র স্বজনরা।
বুধবার (২ আগষ্ট) বিকালের দিকে মাটিরাঙ্গায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার (২ আগষ্ট) সকালের দিকে বাড়ি থেকে হারিয়ে যায় ওহি। এদিন সকাল ১০টার দিকে ওহি-কে রাস্তায় কান্নাকাটি করতে দেখে তাকে নিয়ে আসে ওই মোটরসাইকেল চালক। মোটরসাইকেল চালক মাটিরাঙ্গা বাজারের আশেপাশে তার স্বজনদের খোঁজাখুজি করে। দীর্ঘ সময় ধরে মেয়েটির পরিবারের সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে মেয়েটিকে নিয়ে হাজির হয় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী মেয়েটিকে তার পরিচয় জিজ্ঞেস করলে সে তার নাম ওহি বলে জানায়। তার বাবা মজার দোকান করে জানিয়ে বাড়ি মাটিরাঙ্গা বাবা মো. হাসান আর মা সালমা এর বাইরে কোন তথ্য দিতে পারেনি।
পরবর্তীতে মেয়েটির পরিবারের সন্ধানের জন্য ইউএনও‘র নির্দেশে মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসেরের মাধ্যমে মাইকিং করতে বলা হয়। মাইকিং করার পর তার পরিবাররে সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ছুটে আসেন।
পরে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী মেয়েটিকে নতুন জামা-কাপড় কিনে দিয়ে তার পরিবারের নিকট হস্তান্তর করেন।