• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নদীর পাড়ে তামাক চাষ বন্ধে বিএটিবি’র কৃষক সমাবেশ আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান চাঁদার টাকা না দিলে হামলা বেপরোয়া হয়ে উঠেছে -সন্ত্রাসী রকি গ্রুপ ১ যুগ পর মহালছড়ি গণতান্তিক উপায়ে বাজার ব্যবসায়ী কমিটি গঠন ওলামা বাজার মাদ্রাসার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কাপ্তাই সেনা জোনের প্রীতি ভোজ  পরিষদ ভবণ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানিকছড়িতে সচেতন নাগরিক ফোরামের মানববন্ধন মাটিরাঙ্গায় প্রা‌ন্তিক কৃষক‌দে‌র মাঝে বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ২ দিনব্যাপী  দক্ষতা উন্নয়নের উপর কর্মশালা শুরু রাঙ্গামাটিতে ঘুষ-তদবির ছাড়া মেধার ভিত্তিতে ১৭ জন পেলেন পুলিশের চাকরি দাগনভূঞা সরকারি হাসপাতালে আস্থা ফিরেছে রোগীদের – ক্রমান্বয়ে বাড়ছে রোগী, কনসালটেন্ট ও জনবল সংকটে চরমে

শেরপুরের উন্নয়নে আমি সকলের সহযোগিতা চাই, নকলায় নবাগত জেলা প্রশাসক

এফ এম সিফাত হাসান, শেরপুরঃ / ২০৯ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

১ আগস্ট মঙ্গলবার দুপুরে শেরপুরের নকলায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলার কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শেরপুরের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর একটি অপার সম্ভাবনার জেলা। শেরপুরের উন্নয়নে আমি সকলের সহযোগিতা চাই। শেরপুরের উন্নয়নে আমি সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। তিনি প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

তিনি বলেন শিক্ষাই মঙ্গল, শিক্ষাই মুক্তি, শিক্ষাই উন্নয়ন। সুতরাং শিক্ষার মানোন্নয়নে আমাদেরকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, মাদক একটি পরিবার, একটি সংসার,একটি দেশকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদক প্রতিরোধে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। মাদককে না বলতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্ব সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরছালিন মেহেদী, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, সুশীল সমাজের প্রতিনিধি চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্ত্বরে ২টি ফুল গাছের চারা রোপন করেন।

উল্লেখ্য, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের বাড়ি টাঙ্গাইল জেলায়। ২৫তম বিসিএস ক্যাডার হিসেবে তিনি কর্মে যোগদান করেন। ইতোপূর্বে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ