খাগড়াছড়িতে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন যামিনীপাড়া জোনের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে জোনের আওতাধিন আচালং ডিবিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৩ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এবিএম জাহিদুল করিম।
তিনি বলেন, মাদকদ্রব্যের ব্যবহার থেকে আপনার সন্তানকে সচেতন করুন এবং দুরে রাখুন, নয়তো একদিন আপনার পুরো পরিবার ধবংস হয়ে যাবে।
এসময় অন্যান্যের মধ্যে ২৩ বিজিবির উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম খান, তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ওচমান গনি, তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পেয়ার আহমেদ মজুমদার সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এর আগে ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে মাদক বিরোধী সচেতনতামুলক প্রচারনা চালনো হয় এবং পরে মাদক বিরোধী একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এছাড়াও স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি