• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্যায়াংঘাট ইউনিয়ন বিএনপির ৭১ বিশিষ্ট কমিটি গঠিত দূর্গাপুরে বই পড়ে পুরস্কার পেল ১২ শিক্ষার্থী দূর্গাপুরে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা দুর্নীতির সাম্রাজ্যে বসে প্রধান প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছেন আবদুর রশিদ! রোয়াংছড়ি থানায় উপস্থিত সুশীল সমাজের সাথে  মতবিনিময়- পুলিশ সুপার মুবাছড়ি ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও হস্তান্তর সম্পন্ন সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত কাপ্তাইয়ে অর্থনৈতিক শুমারিতে কাপ্তাই উপজেলা নির্বাহী কার্যালয়ের তথ্য প্রদান লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিলনমেলা  মাইসছড়িতে মায়ের চোঁখের সামনেই শিশুর মর্মান্তিক মৃত্যু রাজস্থলীতে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঘন কুয়াশায় মধ্যরাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাটিরাঙ্গায় মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যম্পিয়ন মাটিরাঙ্গা সিক্স এইট নাইন একাদশ

স্টাফ রিপোর্টার: / ১৯০ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩ সিজন ১ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) বিকেলের দিকে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাটিরাঙ্গা মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশিদ ফরাজী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগ, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক মো. শাহিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সীমিত ১২ ওভারে তুমুল প্রতিদ্বন্ধিতামূলক খেলায় মাটিরাঙ্গা সিক্স, এইট, নাইন একাদশ ১৫৫ রান করে। ১৫৬রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে খাগড়াছড়ি ক্রিকেটার্স একাদশ ১০২ রানে করতে সক্ষম হয়। খেলায় মাটিরাঙ্গা সিক্স এইট নাইন একাদশ ৫৪ রানে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে এবং খাগড়াছড়ি ক্রিকেটার্স একাদশ রানার্সআপ হয়।

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামসুল হক বলেন, যুব সমাজ কে খেলাধূলায় আগ্রহী করে তোলার জন্যই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। একই সাথে মোবাইল আসক্তি ও নিজেদের শারিরীক সুস্থ্যতা বজায় রাখতে যুব সমাজ কে নিত্য খেলাধূলার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। সেপ্টেম্বরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ও মাটিরাঙ্গা পৌরসভার যৌথ উদ্যেগে ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করা হবে বলে ঘোষণা দেন তিনি।

মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, পিএসসি বলেন, “খেলাধূলায় বাড়ে বল” মাদক ছেড়ে খেলতে চল। খেলাধূলা মানুষের মনোবল বাড়ায়, আনন্দ দেয়, মাদক থেকে দূরে রাখে। পড়ালেখার পাশাপাশি সকলকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানান তিনি।

টুর্নামেন্টে ম্যান অব দ্যা ফাইনাল হন নোমান।সেরা বেটসম্যান নির্বাচিত হন মামুন। খেলা শেষে চ্যম্পিয়ন দলকে ৩৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

প্রসঙ্গত, গত ৬ জুলাই মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের সিজন ১ এর শুভ উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো: কামরুল হাসান পিএসসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ