• শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে রাঙামাটিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত গাছ সুরক্ষা অভিযান: পেরেক অপসারণে ইয়ুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশন সাজেক অদ্বিতী পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র অবহিত করণ সভা অনুষ্ঠিত ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি বান্দরবানে ‘আরুং আনৈই’ ম্রো ছাত্রাবাসে পিসিসিপি’র শিক্ষা সহায়তা বিতরণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মহালছড়ি থানা পুলিশের মোংলায় ১৭ বছর পর শহিদ বেদিতে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ বিএনপির বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণে সর্বক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে – সাবেক এমপি হামিদুর রহমান আযাদ গোয়ালন্দে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কক্সবাজার ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটস-এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন

মানিকছড়িতে অবসরজনিত শিক্ষকের বিদায় অনুষ্ঠান

আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক মানিকছড়ি: / ৩১১ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হাকিমের শেষ কর্মদিবসে সহকারী শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা জনকালো আয়োজনে তাকে বিদায় দিয়েছেন।

৩১ জুলাই সোমবার বিকেল ৪টায় বিদ্যালয় মাঠে ঢাক-ঢোল পিটিয়ে প্রধান শিক্ষক মো.আবদুল হাকিমের শেষ কর্মদিবসের শেষ সময়টুকু স্মরণীয় করে রেখেছেন সহকারী শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমসি’র সভাপতি সুকেশ মারমা। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রক্তিম চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকম্পা চাকমা, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, তিনটহরী বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ, ইউপি সদস্য মো. আবুল কালাম, মো. শাহ আলম, মো. আবু হানিফ, মো জসিম উদ্দীন, মো. জয়নাল আবেদীন, গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, রাজবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যজ মারমাসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বিদায়ী শিক্ষক মো. আবদুল হাকিম কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্তনয়নে বলেন, ১৯৮৬ সালের ১৫ নভেম্বর উপজেলার ওসমানপল্লী সরকারি প্রাথমিক স্কুলে প্রথম কর্মজীবন। উপজেলার ওসমানপল্লী, গাড়িটানা ও তিনটহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ৩৭ বছর ৮ মাস জাতি গঠনের কারিগর হিসেবে নিজেকে জড়িয়ে রাখার সুযোগ পেয়েছি। আজ শেষ কর্মদিবসে জমকালো বিদায় আয়োজন ও শিক্ষার্থীদের আবেগ-অনুভূতি দেখে আমি কৃতজ্ঞ, আমি অভিভূত। পরে বিদায়ী শিক্ষককে ফুলের মালা, ক্রেস্ট ও উপহার তুলে দেন সহকারী শিক্ষক,প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে সুসজ্জিত অটো রিক্সায় রশি টেনে বিদায়ী শিক্ষককে বাড়ি পৌঁছে দেন প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ