• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের মাধ্যমে নিজকে গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ গঠনে ভুমিকা রাথতে হবে -বাবুল দাস কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের ওপর ফের হামলা, ৪ জন আহত এম কে বাঘাবাড়ী ঘি কোম্পানির উৎপাদনকারী মো: কামাল উদ্দিনের ১ বছরের কারাদণ্ড কোটা সংস্কারের দাবিতে  কাপ্তাই বিএসপিআই এ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল দিনেদুপুরে কৃষকের বাড়িতে হামলা লুটপাট রাঙামাটি সদর জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান আলীকদম সেনা জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান পানছড়ি মাদ্রাসায় অব্যবস্থাপনা ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন খাগড়াছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকছড়িতে অবসরজনিত শিক্ষকের বিদায় অনুষ্ঠান

আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক মানিকছড়ি: / ২৫৯ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হাকিমের শেষ কর্মদিবসে সহকারী শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা জনকালো আয়োজনে তাকে বিদায় দিয়েছেন।

৩১ জুলাই সোমবার বিকেল ৪টায় বিদ্যালয় মাঠে ঢাক-ঢোল পিটিয়ে প্রধান শিক্ষক মো.আবদুল হাকিমের শেষ কর্মদিবসের শেষ সময়টুকু স্মরণীয় করে রেখেছেন সহকারী শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমসি’র সভাপতি সুকেশ মারমা। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রক্তিম চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকম্পা চাকমা, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, তিনটহরী বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ, ইউপি সদস্য মো. আবুল কালাম, মো. শাহ আলম, মো. আবু হানিফ, মো জসিম উদ্দীন, মো. জয়নাল আবেদীন, গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, রাজবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যজ মারমাসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বিদায়ী শিক্ষক মো. আবদুল হাকিম কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্তনয়নে বলেন, ১৯৮৬ সালের ১৫ নভেম্বর উপজেলার ওসমানপল্লী সরকারি প্রাথমিক স্কুলে প্রথম কর্মজীবন। উপজেলার ওসমানপল্লী, গাড়িটানা ও তিনটহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ৩৭ বছর ৮ মাস জাতি গঠনের কারিগর হিসেবে নিজেকে জড়িয়ে রাখার সুযোগ পেয়েছি। আজ শেষ কর্মদিবসে জমকালো বিদায় আয়োজন ও শিক্ষার্থীদের আবেগ-অনুভূতি দেখে আমি কৃতজ্ঞ, আমি অভিভূত। পরে বিদায়ী শিক্ষককে ফুলের মালা, ক্রেস্ট ও উপহার তুলে দেন সহকারী শিক্ষক,প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে সুসজ্জিত অটো রিক্সায় রশি টেনে বিদায়ী শিক্ষককে বাড়ি পৌঁছে দেন প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ