খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হাকিমের শেষ কর্মদিবসে সহকারী শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা জনকালো আয়োজনে তাকে বিদায় দিয়েছেন।
৩১ জুলাই সোমবার বিকেল ৪টায় বিদ্যালয় মাঠে ঢাক-ঢোল পিটিয়ে প্রধান শিক্ষক মো.আবদুল হাকিমের শেষ কর্মদিবসের শেষ সময়টুকু স্মরণীয় করে রেখেছেন সহকারী শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমসি'র সভাপতি সুকেশ মারমা। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রক্তিম চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকম্পা চাকমা, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, তিনটহরী বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ, ইউপি সদস্য মো. আবুল কালাম, মো. শাহ আলম, মো. আবু হানিফ, মো জসিম উদ্দীন, মো. জয়নাল আবেদীন, গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, রাজবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যজ মারমাসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বিদায়ী শিক্ষক মো. আবদুল হাকিম কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্তনয়নে বলেন, ১৯৮৬ সালের ১৫ নভেম্বর উপজেলার ওসমানপল্লী সরকারি প্রাথমিক স্কুলে প্রথম কর্মজীবন। উপজেলার ওসমানপল্লী, গাড়িটানা ও তিনটহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ৩৭ বছর ৮ মাস জাতি গঠনের কারিগর হিসেবে নিজেকে জড়িয়ে রাখার সুযোগ পেয়েছি। আজ শেষ কর্মদিবসে জমকালো বিদায় আয়োজন ও শিক্ষার্থীদের আবেগ-অনুভূতি দেখে আমি কৃতজ্ঞ, আমি অভিভূত। পরে বিদায়ী শিক্ষককে ফুলের মালা, ক্রেস্ট ও উপহার তুলে দেন সহকারী শিক্ষক,প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে সুসজ্জিত অটো রিক্সায় রশি টেনে বিদায়ী শিক্ষককে বাড়ি পৌঁছে দেন প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত