নারায়ণগঞ্জ থেকে ঢাকায় মহাসমাবেশে এসে ফকিরাপুল মোড়ে স্লোগান দিতে দিতে মো. মাহমুদুর রহমান (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি।
শুক্রবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু আক্তার হোসেন জানান, আজ বিএনপির মহাসমাবেশে যোগদান করার জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন তিনি। পরে মতিঝিলের ফকিরাপুল এলাকায় এলে স্লোগান দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মাহমুদুর রহমানের আগে থেকেই হার্টের সমস্যা ছিল। অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
নিহতের বাসা নারায়ণগঞ্জ সদরের খানপুর রোড ১/১ ধন চেম্বার এলাকায়। তিনি তিন ছেলের জনক ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জ থেকে সমাবেশে এসে বিএনপির এক নেতা অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা, তিনি স্ট্রোকে মারা গেছেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।