খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দুইদিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা।
২৭ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে ২৮ জুলাই শুক্রবার পর্যন্ত আয়োজিত সাহিত্য মেলায় উপজেলার তৃণমূলসহ সকল স্থরের কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক গবেষক, গীতিকার, সুরকার, সাংস্কৃতিকর্মী, শিল্পী ও সমাজকর্মীরা অংশ নেন।
বাংলা একাডেমি, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় উপজেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্দেশেই এ সাহিত্য মেলার আয়োজন করা হয়।
মেলায় প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন, জেলাপ্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক জিতেন চাকমা, সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিতেন বড়ুয়া ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু।