খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে (টিসিবি)র পণ্যে নতুন করে সংযুক্ত হয়েছে পাঁচ কেজি চাল যার প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা করে।
আজ সোমবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন সেবাপ্রার্থীদের বসার স্থান ( মায়াকুঞ্জে) নতুনভাবে পাঁচ কেজি চাল সংযুক্তির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কফিল উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা ও পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব।
সর্বমোট ৪৭০ টাকা মূল্যে প্রতিজন টিসিবির কার্ডধারীকে ২০০ টাকার বিনিময়ে ২ লিটার সয়াবিন তেল, ১২০ টাকার বিনিময়ে ২ কেজি মশুর ডাল এবং ১৫০ টাকার বিনিময়ে ৫ কেজি চাল বিক্রি করা হয়।