জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খাগড়াছড়িতে লক্ষ্মীছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের তত্ত্বাবধানে মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: নাহিদ হাসান সহ অভিজ্ঞ বে-সামরিক চিকিৎসকগন প্রত্যন্ত এলাকার হত-দরিদ্র ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করেন। সকালে উপজেলা পরিষদ মাঠে এর উদ্বোধন করেন, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মো: জাহাংগীর আলম।
এসময় তিনি চিকিৎসা ক্যাম্প ঘুরে দেখেন এবং রোগীদের খোজ খবর নেন। বলেন, পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের অসহায়, দুস্থ মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই চিকিৎসা প্রদান করে যাচ্ছে। এ ধারা অব্যহত থাকবে। এসময় অন্যান্যের মধ্যে মেজর মো: আমীর-উল-এহসান, ক্যাপ্টেন মো: নাহিদ হাসান, ক্যাপ্টেন মোস্তফা মাহিন ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। প্রায় ৩শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।