নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ-এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ শে জুলাই, সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের কার্যালয়ে এ মতবিনিময় সভায় আগামী ২৪ থেকে ৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালনের প্রেক্ষাপটে আলোচ্যসূচি বিভিন্ন বিষয়বস্তু উপস্থাপন করেন সিনিয়র উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ আলাউদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, উপজেলা মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী আমিরুল ইসলাম, তথ্য সংগ্রহকারী সরওয়ার কামাল, শাহেদ মোহাম্মদ শাকি বিল্লাহ, জাহাঙ্গীর আলম, পৌর মৎস্যজীবিলীগ নেতা মুছা কলিম উল্লাহ গণমাধ্যমকর্মী, প্রান্তিক জেলে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- সভায় আগামীকাল থেকে মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা, আগামীকাল ২৫ শে জুলাই র্যালি, আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভা (স্থান:উপজেলা হল রুম), পোনা মাছ অবমুক্তকরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন। ২৬ শে জুলাই-মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মত বিনিময় সভা, চিংড়ি চাষ প্রদর্শনী খামার। ২৭ শে জুলাই মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ে পরামর্শ সেবা প্রদান এবং পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা। ২৮ শে জুলাই মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ে পরামর্শ সেবা প্রদান এবং পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা,প্রামাণ্যচিত্র প্রদর্শন। ২৯ শে জুলাই মৎস্যচাষী ও বিভিন্ন সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান। ৩০ শে জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হইবে।