• বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল

মানিকছড়ির অনগ্রসর আচালং পাড়ায় আশ্রয়ণ ঘরে ঠাঁই পেলেন ১৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার

আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক মানিকছড়ি: / ২২০ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের অনুন্নত ও দুর্গম আচালং পাড়ায় ভূমিহীন ও গৃহহীন ১৫টি পরিবারে নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সম্প্রতি নির্মিত হয় আশ্রয়ণ প্রকল্পের ঘর। এসব ঘরের সমাপনি কাজ পরিদর্শন ও নির্মিত ঘর বুঝিয়ে দিতে সরজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রক্তিম চৌধুরী।

২৪ জুলাই সোমবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) মো. তহিদ উজ জামান। এ সময় আচালং পাড়া প্রধান(কার্বারী) অসীন চন্দ্র ত্রিপুরা জানান, আশ্রয়ন প্রকল্পে আমিও আমার স্ত্রীর নামে একটি ঘর পাই। কিন্তু পরক্ষণে দেখি যে, বয়োবৃদ্ধ পুর্ণ ত্রিপুরা(৬০) একটি ঝুপরি ঘরে মানবেতর ভাবে রাত্রিযাপন করছে! এই দৃশ্য দেখে আমি মর্মাহত হয়ে আমাদের প্রাপ্ত ঘরটি ওই বয়োঃবৃদ্ধ দুঃখি ব্যক্তিকে দিয়ে দেই।

একজন পাড়া প্রধান অসহায় হওয়া স্বত্বেও একজন বয়োবৃদ্ধের দুঃখ অনুভব করে নিজের বরাদ্দকৃত ঘর বিবেকের তাড়নায় ওই দরিদ্রকে দিয়ে দেওয়া প্রসংগে ইউএনও বলেন, উপজেলার দুর্গম এই আচালং পাড়ায় আমরা কিছু উপকার ভোগী যাচই যাচাই করতে এসে অসিন চন্দ্র ত্রিপুরার(কার্বারী) দুর্রাবস্থা দেখে তাকে একটি ঘর দেই। কিন্তু একই এলাকায় পূর্ণ ত্রিপুরা নামক একজন বয়োবৃদ্ধ একটি ভাঙ্গা ঘরে মানবেতর জীবনযাপন করে এমন দৃশ্য দেখে স্বয়ং অসিন চন্দ্র ত্রিপুরা নিজে স্বেচ্ছায় পূর্ণ ত্রিপুরাকে দিয়ে দিলেন! আসলে এযুগে দূর্গম পাহাড়েও ভালো মনের মানুষ আছে, সাদা মনের মানুষ আছে। নিজের পাওয়া ঘর, দরিদ্র আরেক জনকে দিয়ে মানবতার দৃষ্টান্ত রেখেছেন অসিন চন্দ্র ত্রিপুরা।

এ সময় উপস্থিত ছিলেন, যোগ্যছোলা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো.আব্দল মতিন,১নং ওয়ার্ডে মেম্বার সুমন্ত চাকমা,নব নির্বাচিত মেম্বার কছম রাই ত্রিপুরা,২৩২ নং কালাপানি মৌজা প্রধান বা হেডম্যান সাথোয়াই চৌধুরীসহ এলাকার কার্বারীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ