ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম মো. ফুল মিয়ার কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার দুপুরে কোরআন খানি, নবীনগর জমিদার মাঠ প্রাঙ্গনে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রয়াত সভাপতি মরহুম মো. ফুল মিয়া’র কুলখানি উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে নবীনগর জমিদার মাঠ প্রাঙ্গনে এক মেজবানের আয়োজন করা হয়।
কুলখানির মেজবানে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল, সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সামজের সর্বস্তরের নেতৃবৃন্দরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
উল্লেখ্য, মরহুম ফুল মিয়া গত ২২ মার্চ ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরে নবীনগর পৌর এলাকার মধ্যপাড়ার পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। তার পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন তার জন্য।