ভারতীয় ঔষধ জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি।
২০ই জুলাই বৃহস্প্রতিবার দুপর ০৩টায় রামগড় ৪৩ বিজিবির আওতায় কয়লারমুখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃমোবারক হোসেনের নেতৃত্বে একটি টহলদল অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডল ১০০ এমজি ব্যাথানাশক ঔষধ জব্দ করে, যা বর্তমানে বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর,এটি ইয়াবার বিপরীত হিসেবে নেশার কাজে ব্যবহার হয়ে থাকে।
গোপন সংবাদের ভিত্তিতে ফরিঙ্গা স্থানে অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ঔষধ রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। মালিকবিহীন ২৪৬০ পাতা ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত ঔষধ সীতাকুন্ড কাষ্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।