• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ 

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু

স্টাফ রিপোর্টার: / ১৫৬ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

‘গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বিনামুল্যে গাছের চারা বিতরণ করা হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযানের আয়োজন করে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালের দিকে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে বৃক্ষমেলার উদ্বোধন করেন ভারত্র প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এর আগে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। সপ্তাব্যাপী বৃক্ষমেলায় ১৫টি প্রতিষ্ঠান ও নার্সারি অংশগ্রহণ করে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টীটন খীসা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির।

ভারত্র প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পাহাড়ীরা জুম চাষ ছাড়া বাঁচে না। কিন্তু এখন অনেকেই ফলদ বাগান সুজনে ঝুঁকছে। জুম চাষকে পরিবেশ বিপর্যয়ের জন্য করলে হবে না মন্তব্য করে তিনি বলেন, জুম চাষের পরিবর্তে বিকল্প চাষের উদ্যোগ নিতে হবে। সরকারি উন্নয়নের প্রয়োজনে বড় বড় গাছ কাটতে হয়েছে। সে ঘাটতি পুরনে সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। পাশাপাশি বনায়ন গড়ে তোলার মাধ্যমে জীববৈচিত্র রক্ষার্থে সকলকে এগিয়ে আসতে হবে।

প্রত্যেক উপজেলায় দশ হাজার চারা রোপণের নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ইতিমধ্যে কার্যক্রম শুরু করা হয়েছে। পাশাপাশি আলুটিলা পর্যটন কেন্দ্রে এক হাজার বাগান বিলাসের চারা রোপণের কার্যক্রম চলমান। মানিকছড়ি ডিসি পার্কে পাখির অভয়ারণ্য বাড়াতে বৃক্ষরোপন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে ওষধি, বনজ ও ফলজসহ বিভিন্ন প্রজাতির দ্ ুহাজার গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ