• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার বাঙ্গালহালিয়াতে রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে অন্নকুট উৎসব সম্পন্ন রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা নেত্রকোনায় জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিনে হিমু উৎসব জনগণের মন জয় করাই বিএনপি’র রাজনীতির লক্ষ্য মানিকছড়িতে ‘সম্প্রীতির বিশাল সমাবেশে’ ওয়াদুদ ভূঁইয়া গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান খাগড়াছড়িতে মাদকের ভয়াবহতা সম্পর্কে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকছড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থানায় মামলা দায়ের

আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক মানিকছড়ি: / ৮৪৭ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গভামারা এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত গ্রামবাসীর (বাঙ্গালী) ওপর উপর্যুপুরী সন্ত্রাসী হামলায় ৫জন আহত এবং পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠনের মানিকছড়ি উপজেলা শাখার নেতাকর্মীরা। এ ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ২৫ সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই রাতে সন্ত্রাসী হামলায় ৫গ্রামবাসী আহত ও কোরআন অবমাননা করা হয়। পরে আহত মো. মাসুদ (২৫) মো. মফিজুল ইসলাম (২৩) মোহাম্মদ খোরশেদ আলম (২০) রোজিনা বেগম (২৭) ও মোহাম্মদ আল-আমিন (৪০)কে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা প্রতিবাদে গতকাল বুধবার (১৯ জুলাই) বিকাল ৫টায় উপজেলার মহামুনি বাসস্ট্রেশন থেকে সংগঠনের শতাধিক নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলকারীরা পাহাড়ে শান্তিচুক্তি ভঙ্গকারী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠিকে হত্যা, গুম, চাঁদাবাজি, হামলা ও পাহাড়ে অশান্তি সৃষ্টির ঘটনায় দায়ী করে নিরীহ বাঙ্গালীদের ওপর হামলাকারী সশস্ত্র সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবিতে শ্লোগান দেন। পরে বিক্ষোভ মিছিলটি আমতল এসে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মানববন্ধন করেন।

পাবর্ত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মো. মোকতাদের হোসেনের সঞ্চালনায় ও উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জহির উদ্দিন বিন সুরুজের সভাপতিত্ব অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান ডালিম। এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উপজেলা শাখার সভাপতি মো. শাহাব উদ্দিন, ছাত্র পরিষদের সভাপতি মাহমুদুল হাসান ও এলাকাবাসীর পক্ষে মো. আলী নুরসহ হামলায় আহত পরিবারের সদস্যরা। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ১৮ জুলাই গভীর রাতে গভামারা এলাকার নিরীহ বাঙ্গালী নারী, পুরুষ ও শিশুদের ওপর ইউপিডিএফের  (প্রসীত) সশস্ত্র সন্ত্রাসীরা অমানবিক নির্যাতন চালিয়ে পবিত্র কুরআন ছুঁড়ে ফেলে অবমাননা করে। এছাড়াও বিভিন্ন সময়ে পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসীরা হামলা, গুম, খুন ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে শান্ত পাহাড়কে অসান্ত করে রাখছে। এসময় সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের আগামি ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোড় দাবী জানান বিক্ষোভকারীরা। অন্যথায় সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। এর আগে সকালে গভামারা এলাকায় একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ২৫ জন সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মো. আনচারুল করিম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ