• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের মাধ্যমে নিজকে গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ গঠনে ভুমিকা রাথতে হবে -বাবুল দাস কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের ওপর ফের হামলা, ৪ জন আহত এম কে বাঘাবাড়ী ঘি কোম্পানির উৎপাদনকারী মো: কামাল উদ্দিনের ১ বছরের কারাদণ্ড কোটা সংস্কারের দাবিতে  কাপ্তাই বিএসপিআই এ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল দিনেদুপুরে কৃষকের বাড়িতে হামলা লুটপাট রাঙামাটি সদর জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান আলীকদম সেনা জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান পানছড়ি মাদ্রাসায় অব্যবস্থাপনা ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন খাগড়াছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকছড়িতে বেসরকারি ফলাফলে বিজয়ী যারা

আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক মানিকছড়ি: / ৩৪৬ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

চেয়ারম্যান, ২টি ওয়ার্ডে ২জন সাধারণ সদস্য ও ২টি সংরক্ষিত ওয়ার্ডে ২জন সংরক্ষিত সদস্য বিনা ভোটে নির্বাচিত হওয়ার পর অবশিষ্ট ১টি সংরক্ষিত ওয়ার্ডে ২জন ও ৭টি সাধারণ ওয়ার্ডে ১৬ জন সাধারণ সদস্য পদপ্রার্থী নিয়ে অনুষ্ঠিত নির্বাচনে কোন প্রকার ঝক্কি, ঝামেলা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শেষ হয়েছে। ৭৮ শতাংশ ভোটারের উপস্থিতিতে ভোট গ্রহন ও ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৩নম্বর যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক মো. আবদুল মতিনসহ ৪,৫,৬ ও ৭,৮,৯ ওয়ার্ডে সংরক্ষিত সদস্য ও ওয়ার্ড ৫ ও ৯ এ ২জন সাধারণ সদস্য একক প্রার্থী হওয়ায় ওরা বিনা ভোটে নির্বাচিত।
ফলে সংরক্ষিত ১,২ ও ৩ ওয়ার্ডে ২জনসহ ৭ ওয়ার্ডে ১৬জন সাধারণ সদস্য প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহন শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এতে নির্বাচিত যারা চেয়ারম্যান পদে মো. আবদুল মতিন(নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে -কসম ত্রিপুরা, ২নম্বর ওয়ার্ডে- মো. জাফর, ৩নম্বর ওয়ার্ডে – প্রিয় লাল চাকমা, ৪ নম্বর ওয়ার্ডে -কাজী আবদুল মান্নান মিঞা, ৫ নম্বর ওয়ার্ডে-মো. ইউনুছ মিয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায়),৬নম্বর ওয়ার্ডে- অংশেপ্রু মারমা, ৭ নম্বর ওয়ার্ডে- মো. আবদুল মান্নান রানা, ৮নম্বর ওয়ার্ডে- মো. মহি উদ্দীন, ৯নম্বর ওয়ার্ডে – মো. জসিম উদ্দীন(বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

সংরক্ষিত সদস্য পদে- মরিয়ম বিবি (ভোট) ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহিনা আক্তার ও জেসমিন আক্তার।
ক্যাপশন- মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউপিতে নির্বাচিত চেয়ারম্যান ও ৩জন সংরক্ষিত সদস্য।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ