• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
রোয়াংছড়ি সফরে নবাগত জেলা প্রশাসক বৈষম্যমূলক বদলি, লামার ৮৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্ষুব্ধ লামায় পর্যটন বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে- জেলা পরিষদ চেয়ারম্যান দীঘিনালায় ভারতীয় চিনি জব্দ, আটক ২ দীঘিনালায় স্ত্রী’র পেটে লাথি মেরে গর্ভপাত, পাষান্ড স্বামী আটক সারে ছয় ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু খাগড়াছড়িতে এন্টিমাইক্রোরিয়াল রেজিস্ট্যান্স সমস্যা প্রতিকার ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত লংগদুতে জামায়তের ত্রান ও শীতবস্ত্র বিতরণ চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর শীতবস্ত্র বিতরণ রাঙামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনে এ্যাডভোকেট মামুন

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে ইভিএম ও পেশী শক্তি নিয়ে শংসয় প্রকাশ সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীর

খাগড়াছড়ি প্রতিনিধি / ৬৭৭ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

আগামী ১৬ জানুয়ারী ২০২১ খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিএনপির ধানের শীষের প্রার্থী মো. ইব্রাহীম খলিল।

বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের মিল্লাত চত্ত্বরে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিঃ সহ সভাপতি – বাবু প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, মোহাম্মদ হোসেন বাবু, ক্ষেত্র মোহন দোয়াজা। সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, সহ আইন বিষয়ক সম্পাদক রতন ত্রিপুরা, উপজেলা বিএনপির সাঃ সম্পাদক মফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি জহির আহম্মেদ, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি সাহেদ হোসেন সুমন সহ জেলা অঙ্গ ও সহযোগী সংগঠের নেতৃবৃন্দ।

এতে ধানের শীষের প্রার্থী মো. ইব্রাহীম খলিল ভোট গ্রহণে ইভিএম ও পেশী শক্তি নিয়ে শংসয় প্রকাশ করে বলেন, যে ইভিএম এর সাথে সাধারণ মানুষ পরিচিত নয়,তার মাধ্যমে ভোট দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভিন্নমত রয়েছে। সে সাথে পৌরসভা নির্বাচন কতটুকু সুষ্ঠ হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি বলেন, ইভিএম কারচুপিসহ পেশীশক্তি ব্যবহার হওয়া নিয়ে শঙ্কার কথা জানান। এছাড়াও জনগণের ভোটে নির্বাচিত হলে সমহারে সকল এলাকার উন্নয়ন, অযাচিত পৌর কর পরিহার, মাদকমুক্ত পৌর এলাকা ও ঠিকাদারী কাজের সম-বন্টন সহ নাগরিক সুবিধার যথাযথ ব্যবস্থা করার কথা জানান তিনি। এতে তিনি আরো বলেন, বর্তমানে ভোটাররা ধানের শীষে ভোট দিলে নৌকায় চলে যায় এ ধরনের আশঙ্কা রয়েই যায়। এছাড়াও সারাদেশের মত খাগড়াছড়িতেও ভোট কারচুপির চেষ্টার শঙ্কার কথা তুলে ধরে প্রভাবমুক্ত সুষ্ঠ নির্বাচন দাবী করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ