• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল

মানিকছড়িতে প্রচারণার শেষ দিনে ত্যাগী ও গ্রহনযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান

আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক মানিকছড়ি: / ২১০ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন ১৭ জুলাই। নৌকা প্রতীকের চেয়ারম্যানসহ ২জন সংরক্ষিত সদস্য ও ২জন সাধারণ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এখন নির্বাচনী মাঠে আছেন ২জন সংরক্ষিত ও ১৬জন সাধারণ সদস্য।

১৫ জুলাই শনিবার প্রচারণার শেষ দিনে ৫ নম্বর ওয়ার্ড যোগ্যাছোলায় সদস্য প্রার্থী অংশেপ্রু মারমা(টিউবওয়েল) সমর্থনে আয়োজিত উঠোন বৈঠকে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত হয়ে দলের ত্যাগি ও গ্রহনযোগ্য প্রার্থীর পক্ষে ভোট দানে ভোটারদের উৎসাহিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৩নম্বর যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক মো. আবদুল মতিনসহ ৪,৫,৬ ও ৭,৮,৯ ওয়ার্ডে সংরক্ষিত সদস্য ও ওয়ার্ড ৫ ও ৯ এ ২জন সাধারণ সদস্য একক প্রার্থী হওয়ায় ওরা বিনা ভোটে নির্বাচিত।
ফলে সংরক্ষিত ১,২ ও ৩ ওয়ার্ডে ২জনসহ ৭ ওয়ার্ডে ১৬জন সাধারণ সদস্য প্রার্থী এখন নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে বিএনপি অংশগ্রহণ না করায় এখানের অধিকাংশ ওয়ার্ডে আওয়ামীলীগ ও সমমনা ব্যক্তিরা সদস্য ও সংরক্ষিত পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রচারণায় শেষ সময়ে সদস্য প্রার্থীদের পক্ষে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ দলবল নিয়ে শনিবার যোগ্যাছোলা ৬নম্বর ওয়ার্ডে দলের ত্যাগি, গ্রহনযোগ্য প্রার্থী অংশেপ্রু মারমা (টিউবওয়েল)কে ভোট দিয়ে বিজয়ী করতে অনুরোধ করেছেন।

এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন। অতিথি ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগ নির্বাচনমূখী দল। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে সব সময় আওয়ামীলীগ গ্রহনযোগ্য নির্বাচনে বিশ্বাসী। এখানে প্রতিটি ওয়ার্ডে একাধিক দলীয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে দলে ত্যাগী ও জনপদে গ্রহনযোগ্য প্রার্থীকে বিজয়ী করে আওয়ামীলীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এসব প্রার্থীদের জয়যুক্ত করার অনুরোধ করছি।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ