• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

মানিকছড়িতে প্রচারণার শেষ দিনে ত্যাগী ও গ্রহনযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান

আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক মানিকছড়ি: / ১৯৪ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন ১৭ জুলাই। নৌকা প্রতীকের চেয়ারম্যানসহ ২জন সংরক্ষিত সদস্য ও ২জন সাধারণ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এখন নির্বাচনী মাঠে আছেন ২জন সংরক্ষিত ও ১৬জন সাধারণ সদস্য।

১৫ জুলাই শনিবার প্রচারণার শেষ দিনে ৫ নম্বর ওয়ার্ড যোগ্যাছোলায় সদস্য প্রার্থী অংশেপ্রু মারমা(টিউবওয়েল) সমর্থনে আয়োজিত উঠোন বৈঠকে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত হয়ে দলের ত্যাগি ও গ্রহনযোগ্য প্রার্থীর পক্ষে ভোট দানে ভোটারদের উৎসাহিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৩নম্বর যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক মো. আবদুল মতিনসহ ৪,৫,৬ ও ৭,৮,৯ ওয়ার্ডে সংরক্ষিত সদস্য ও ওয়ার্ড ৫ ও ৯ এ ২জন সাধারণ সদস্য একক প্রার্থী হওয়ায় ওরা বিনা ভোটে নির্বাচিত।
ফলে সংরক্ষিত ১,২ ও ৩ ওয়ার্ডে ২জনসহ ৭ ওয়ার্ডে ১৬জন সাধারণ সদস্য প্রার্থী এখন নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে বিএনপি অংশগ্রহণ না করায় এখানের অধিকাংশ ওয়ার্ডে আওয়ামীলীগ ও সমমনা ব্যক্তিরা সদস্য ও সংরক্ষিত পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রচারণায় শেষ সময়ে সদস্য প্রার্থীদের পক্ষে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ দলবল নিয়ে শনিবার যোগ্যাছোলা ৬নম্বর ওয়ার্ডে দলের ত্যাগি, গ্রহনযোগ্য প্রার্থী অংশেপ্রু মারমা (টিউবওয়েল)কে ভোট দিয়ে বিজয়ী করতে অনুরোধ করেছেন।

এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন। অতিথি ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগ নির্বাচনমূখী দল। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে সব সময় আওয়ামীলীগ গ্রহনযোগ্য নির্বাচনে বিশ্বাসী। এখানে প্রতিটি ওয়ার্ডে একাধিক দলীয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে দলে ত্যাগী ও জনপদে গ্রহনযোগ্য প্রার্থীকে বিজয়ী করে আওয়ামীলীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এসব প্রার্থীদের জয়যুক্ত করার অনুরোধ করছি।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ