বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইলে একটি অকেজো ট্রাকের পেছনে অন্য একটির ধাক্কায় ট্রাকের মালিক, ড্রাইভার ও হেলপারসহ চার জন নিহত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাকের ড্রাইভার ঢাকার কামরাঙ্গীরচরের দাদন মিয়া (৪০), হেলপার জামাল, সাইফুল ইসলাম (২৩), নওগার রকিবুল ইসলাম (৪০) ও নওগাঁর মোস্তাক (৪৫)।
পুলিশ জানায়, আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের ব্রিজের কাছে মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাকের ড্রাইভার ও মালিক মোস্তাক আলী। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে দাঁড়ানো ওই অকেজো ট্রাকের পেছনে ধাক্কা লেগে ট্রাকের চালক দাদন মিয়া ও ট্রাকে থাকা যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হয়। অপর দুই জনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) হাসপাতালে নিলে সেখানে মারা যায় মোস্তাক ও ট্রাকের হেলপার সাইফুল ইসলাম।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস