১৩ জুলাই (বৃহস্পতিবার) শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান।পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হুরাইরা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক কর্নেল অব কাজী শরিফ উদ্দিন, প্রক্টর ভারপ্রাপ্ত জনাব এস এম ইউসুফ আলী, আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক এবং কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে
উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান বলেন, যেকোনো পুরস্কার কাজের যেমন স্বীকৃতি তেমনই এর মাধ্যমে দাপ্তরিক কাজে দক্ষতার মূল্যায়নও করা হয়। এই পুরস্কার পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মঠ, দক্ষ ও পরিশ্রমী কর্মীদের দেয়া হবে।
এক্ষেত্রে দাপ্তরিক কার্যক্রম সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পাদনে কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইর প্রতি আহ্বান জানান মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সৈয়দ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন এপি এ ফোকাল পয়েন্ট সহকারি রেজিস্টার জনাব মোঃ আনিসুজ্জামান।
উল্লেখ্য, গ্রেড ২ থেকে গ্রেড ৯ পর্যন্ত কর্মকর্তাদের মধ্যে সহকারী রেজিস্টার জনাব এস এম আহসান হাবিব,গ্রেড ১০ থেকে ১৬ পর্যন্ত সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব মোঃ খাইরুল ইসলাম এবং সতেরো থেকে গ্রেড বিশ ভূক্ত কর্মচারীদের মধ্যে প্রকৌশল দপ্তরের সহকারী ইলেকট্রিশিয়ান জনাব মোঃ আব্দুল গফুর এ পুরস্কার অর্জন করেন। ২০২২-২০২৩ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার প্রদান বিষয়ে গত ২১ জুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অফিস আদেশ জারি করে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস