বৃহস্পতিবার ১৩ জুলাই রাতে হৃদরোগে আক্রান্ত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মতো একজন নিবেদিত প্রাণ হঠাৎ চলে যাওয়ায় মাতৃভূমি পরিবার ভারাক্রান্ত । তাই মাতৃভূমি পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচছি।
রতন সরকার জীবদ্দশায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফার একনিষ্ঠ সমর্থক ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, শিশু সন্তান সহ গুণগ্রাহী রেখে গেছেন। তার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।
বিএমএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে, রতন সরকার ছিলেন, সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একজন অকুতোভয় সাংবাদিক ত্যাগী, জ্ঞানী গুণী এবং সাংবাদিকদের প্রশিক্ষক ছিলেন। অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে অগণিত মামলার যাতা কলে পিষ্ট হতে হতে নানা দুশ্চিন্তায় তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। সমাজের জন্য তার অবদান রংপুরের সাধারণ জনগণ এখনই ভুলবেনা। তার বিচক্ষণতা সাংবাদিকদের আলোর প্রদীপ হয়ে আগামী দিনে কাজ করবে বলে আশা করি।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস