ভারী বৃষ্টিতে হাতিরঝিলের উলন এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ পাড় ভাঙন। এতে ভূগর্ভস্থ এক লাখ বত্রিশ হাজার ভোল্টের বিদ্যুৎ ক্যাবল উন্মুক্ত পড়ে আছে প্রায় দুই সপ্তাহ ধরে।
নগর স্থপতি ও পরিকল্পনাবিদরা বলছেন, ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে বড় ধরনের বিপর্যয়।
রাজধানীর নান্দনিক স্থাপনা হাতিরঝিলের বেহাল দশা। ঝিলের উলন প্রান্তে ওভারপাসের প্রবেশ মুখে ফুটপাতে দেখা দিয়েছে ভাঙ্গন। কোরবানি ঈদের দিন থেকে টানা তিন দিনের ভারী বৃষ্টিতে ধসে গেছে পাড়। ভেঙে পড়েছে ফুটপাতের ইট কংক্রিট।
এই ফুটপাতের নিচ দিয়ে চলে গেছে পাওয়ার গ্রিড কোম্পানির একলাখ বত্রিশ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন। যা ভাঙনে উন্মুক্ত হয়ে পড়েছে। ভূগর্ভস্থ বৈদ্যুতিক ক্যাবলে দেখা দিয়েছে ফাটল।
স্থপতি ও নগরপরিকল্পনাবিদ ইকবাল হাবিব জানিয়েছেন, উচ্চক্ষমতার বৈদ্যুতিক সংযোগ লাইন এভাবে উন্মুক্ত থাকা চরম ঝুঁকির এবং বড় বিপর্যয়ের কারণ।
পুরো হাতিরঝিল জুড়ে নতুন করে চলছে ডিপিডিসির ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইন স্থাপনের কাজ। এতে উন্মুক্ত অবস্থায় বালু রাখা হয়। বৃষ্টি হলে ঝিলের পানি নিষ্কাশনের নালার পথ বন্ধ হয়ে যায়।
রাজউক কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত পয়েন্টে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
উদ্বোধনের পর থেকে হাতিরঝিল ব্যবস্থাপনার দায়িত্ব ছিল সেনাবাহিনীর হাতে। এক বছর ধরে এ দায়িত্ব রয়েছে রাজউকের হাতে।
পার্বত্যকনঠ নিউজ/এমএস