পার্বত্য উপজেলা লক্ষীছড়ির অন্তর্গত উত্তর গাড়ীটানা এলাকায় লক্ষীছড়ি জোনের উদ্যোগে বুধবার (২৯ডিসেম্বর সকালে) শীতার্ত গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতের তীব্রতা থেকে সাধারণ মানুষকে রক্ষায় গত বছরের ন্যায় এবছরও লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন এলাকার শীতার্ত গরীব ও অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছে লক্ষীছড়ি জোনের সেনাবাহিনী। আজ উত্তর গাড়ীটানা এলাকার পাহাড়ি ত্রিপুরা সম্প্রদায় এবং বাংগালী শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো: জাহাংগীর আলম, পিএসসি। লক্ষীছড়ি জোন পূর্বের ন্যায় সর্বদা এলাকার অসহায় এবং গরীর মানুষের যেকোন দুর্যোগ মোকাবেলায় প্রত্যক্ষভাবে পাশে থাকবে বলে জোন কমান্ডার মত প্রকাশ করেন।
এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে সত্তরটি (৭০) পাহাড়ি ত্রিপুরা এবং বাংগালী পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় যোগ্যছোলা ইউনিয়ন চেয়ারম্যান ক্যায়জুরী মহাজন, যোগ্যছোলা ইউনিয়নের মেম্বার ও অন্যান্য গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।