খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ পলাশপুর জোন ৪০ বিজিবির আওতায় বেলছড়ি বিওপির চোরাচালান নিরোধ, আইন শৃংখলা নিয়ন্ত্রণ মতবিনিময় ও জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বেলছড়ি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এ কর্মশালায় বেলছড়ি কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার খন্দকার মো: হানিফ উদ্দিন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রহমত উল্লাহ।
এসময় বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রহমত উল্লাহ পার্বত্যাঞ্চলে শান্তি সম্প্রীতি ও আইন-শৃংখলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান । কর্মশালায় বেলছড়ি কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার খন্দকার মো: হানিফ উদ্দিন বলেন, মাদক নির্মূলে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত আছে, ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরাে টলারেন্স অবস্থানে রয়েছে। মাদক সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না। যাদের মাদক কারবারিদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ততা রয়েছে তাদের তালিকাও রয়েছে। পাশাপাশি মাদক কারবারিদের সম্পর্কে তথ্য দিয়ে সীমান্তে চোরাচালান নিরোধে সহযোগিতা করার জন্য সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেলছড়ি বিওপির হাবিলদার মাসুম, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগন, বেলছড়ি বিওপির বিভিন্ন পদস্থ কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস