• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আ.লীগ আবার ফিরে আসবে’ মন্তব্যে শাস্তির মুখে ইউএনও মহালছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত  ক্যায়াংঘাট ইউনিয়ন বিএনপির ৭১ বিশিষ্ট কমিটি গঠিত দূর্গাপুরে বই পড়ে পুরস্কার পেল ১২ শিক্ষার্থী দূর্গাপুরে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা দুর্নীতির সাম্রাজ্যে বসে প্রধান প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছেন আবদুর রশিদ! রোয়াংছড়ি থানায় উপস্থিত সুশীল সমাজের সাথে  মতবিনিময়- পুলিশ সুপার মুবাছড়ি ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও হস্তান্তর সম্পন্ন সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত কাপ্তাইয়ে অর্থনৈতিক শুমারিতে কাপ্তাই উপজেলা নির্বাহী কার্যালয়ের তথ্য প্রদান লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিলনমেলা  মাইসছড়িতে মায়ের চোঁখের সামনেই শিশুর মর্মান্তিক মৃত্যু

মানিকছড়িতে ৫ হাজার আমের চারা বিতরণ

আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক মানিকছড়ি: / ১৭৯ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩

‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মিশ্র ফল বাগান সৃজনের লক্ষ্যে মানিকছড়ি উপজেলার ২০০ ক্ষুদ্র ও পান্তিক কৃষকের মাঝে ৫ হাজার ফলদ চারা ও কলম বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার (১২ জুলাই) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় উপজেলার ৪ ইউনিয়নের ২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ২৫টি করে (আম্রপালি, কিউজাই, গৌরমতি, ব্যানানা) সর্বমোট ৫ হাজার আমের চারা ও কলম বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এ জব্বার, ইউপি চেয়ারম্যান আবদুর রহিম ও আবুল কালাম আজাদ।

এসময় কৃষকদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, ‘চলতি মৌসুমে আমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে আমের চারা বিতরণ করা হয়েছে। পরিচর্যার ক্ষেত্রে কৃষি বিভাগ সর্বদা পরামর্শ এবং সহযোগিতা করে যাবে। লক্ষ্য মাত্রার চেয়ে অধিক আম উৎপাদনে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে’। আম ও মিশ্র ফল বাগান বৃদ্ধিতে প্রান্তিক কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। এসময় উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পার্বত্যকন্ঠ নিউজ/নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ