মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা সুমাইয়া (রাঃ) বালিকা মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা প্রধান মরহুম মাওলানা জিয়াউর রহমানের প্রথম পুত্র সমাজ সেবক ও শিক্ষানুরাগী তৌহিদুর রহমান’কে তাজিয়াকাটা সুমাইয়া রাঃ বালিকা মাদ্রাসা’র এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
এব্যাপারে এডহক কমিটির সভাপতি
তৌহিদুর রহমান বলেন, শিক্ষার প্রসার কার্যক্রমে এগিয়ে নেওয়ার জন্য আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে চেষ্টা করব তাজিয়াকাটার শিক্ষার পিছিয়ে থাকা জনগোষ্ঠি’কে শতভাগ শিক্ষিত করার। তাই তাজিয়াকাটা সুমাইয়া রাঃ বালিকা মাদ্রাসা’কে সুন্দর-সুষ্ট পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন নিরক্ষরমুক্ত বাংলাদেশ ঘটার সতেষ্ট চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পন করায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ ও কর্তৃজ্ঞা জ্ঞাপন করছি
গত ১০ ই জুলাই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোড ঢাকা, কর্তৃক এক প্রজ্ঞাপনে প্রবিধানমালা ২০০৯এ বর্ণিত প্রবিধান ৩৯ অনুসারে ৪ জন সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছেন। এরা হলেন- তৌহিদুর রহমান সভাপতি, আবু তাহের-অভিভাবক প্রতিনিধি, ফাতেমা বেগম-শিক্ষক প্রতিনিধি, এবং পদাধিকারবলে সদস্য-সচিব পদে প্রতিষ্ঠান প্রধান।
মাদ্রাসায় যোগ্য কমিটি দেওয়ায় মাদ্রাসার শিক্ষক, কর্মচারি,ও এলাকাবাসী মাদ্রাসা শিক্ষা বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস