• শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে দুই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা খাগড়াছড়ি বন বিভাগ দু’টি বন মোরগ উদ্ধার করে অবমুক্ত করলো প্রাকৃতিক বনে মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা পাহাড়ে অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সেনাবাহিনীর সহায়তা বিতরণ লংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা মানিকছড়িতে ইয়ুথ গ্রুপের কর্ম অভিজ্ঞতা ও ত্রৈমাসিক সভা লংগদুতে সরকারি চাল মজুদ রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে নগদ অর্থদন্ড নববর্ষের শোভাযাত্রায় ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় পিসিসিপি’র বিক্ষোভ উন্নয়নের ছোঁয়া বঞ্চিত গুইমারা: স্বাস্থ্য-শিক্ষায় অন্ধকার শার্শায় ব্যবসায়ীকে চাকুর ভয় দেখিয়ে টাকা ছিনতাই আটক ২ রামগড়ে গভীর রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ রামগড়ে দুই কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতে  জরিমানা

ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে মানিকছড়িতে সমন্বয় ও মতবিনিময় সভা

আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক মানিকছড়ি: / ২২৯ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩নম্বর যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগ উপজেলা অডিটরিয়ামে
অনুষ্ঠিত হয় সমন্বয় ও মতবিনিময় সভা। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনচারুল করিম।

অন্যনদের মধ্যে মানিকছড়ি সার্কেল এ.কে.এম কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এবং সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী, সাধারণ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় সংরক্ষিত ১,২ও৩ ওয়ার্ডের পদপ্রার্থী মরিয়ম বিবি অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি পক্ষের হয়ে কতিপয় সাংবাদিকেরা মিথ্যা সংবাদ পরিবেশ করে ভোটারদের মাঝে ভূলবার্তা পৌছে দিচ্ছে। সেলিনা আহমেদ বলেন, নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে।

মো. মহি উদ্দীন বলেন, এখন পর্যন্ত নির্বাচনী মাঠে সকল প্রার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকলেও হঠাৎ কেউ যেন ঘোলাটে করতে না পারে সেদিকে প্রশাসনের সুনজর কামনা করছি। জবাবে প্রশাসনের কর্মকর্তারা বলেন, কেউ নির্বাচনী আচরণবিধি অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থীর সহযোগিতার পাশাপশি শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসনের সকল প্রস্তুতি রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সকল ভোট কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

পার্বত্যকণ্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ