ইব্রাহীম বাঘাইছড়ি
সোমবার (১০ জুলাই) সেবা সপ্তাহের দ্বিতীয় দিন বাঘাইছড়ি ইউনিয়নে অবস্থিত ‘বাঘাইছড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে’ দীর্ঘ মেয়াদি জন্ম নিয়ন্ত্রন পদ্ধতির ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প পরিচালনা করেন বাঘাইছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও মেডিকেল অফিসার ডা: মো: জুনাঈদ হোসেন এমসিএইচ-এফপি।
ক্যাম্প পরিদর্শন করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের এডিশনাল ডাইরেক্টর(সিসি) ডা: বেবী ত্রিপুরা, এডিশনাল ডাইরেক্টর(এফপি) মো:মতিউর রহমান হবে। ক্যাম্প পরিচালনায় সহযোগীরা ছিলেন এফডব্লিউভি মিসেস করনা চাকমা, এফপিআই রিকন চাকমা সহ আরো অনেক এফডব্লিউএ এবং পেইড ভলান্টিয়ার।
ক্যাম্প এ ১৯ জন নতুন গ্রহীতাকে দীর্ঘ মেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ইমপ্লান্ট সেবা, ২ জন পুরনো গ্রহীতাকে দীর্ঘ মেয়াদি জন্মনিয়ন্ত্রণ ইমপ্লান্ট সেবা, ২ জন কে আইইউডি সেবা, ও ১ জন নতুন গ্রহীতা কে ইঞ্জেক্টেবল জন্মনিয়ন্ত্রন সেবা প্রদান করা হয়। এছাড়া ও গর্ভবতী মহিলা, শিশু ও কিশোর-কিশোরিরা চিকিৎসা সেবা গ্রহণ করেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস