খাগড়াছড়ি জেলার আলুটিলার পশ্চিম ও দক্ষিণাঞ্চলের পাঁচটি উপজেলার সমন্বয়ে সাংবাদিকদেরকে নিয়ে গুইমারায় সদর কার্যালয় করে একটি পার্বত্যাঞ্চল প্রেস ক্লাব নামে নতুন একটি সাংবাদিক ক্লাব গঠন করা হয়েছে।
গতকাল রবিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টার সময় গুইমারায় নিজস্ব কার্যালয় সকলের মতামত ও পরামর্শ ভিত্তিতে খাগড়াছড়ির দক্ষিনাঞ্চলের মাটিরাঙ্গা, গুইমারা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার সাংবাদিকদের নিয়ে ক্লাবটি গঠন করা হয়। যা পরবর্তীতে বিভিন্ন জেলা ও উপজেলা কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত হয়। সেই সময় সকলের মতামতের ভিক্তিতে ১১ সদস্যের একটি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে মানিকছড়ি প্রেসক্লাবের সভাপতি ও নব গঠিত জেলা পরিষদের সদস্য মো: মাইন উদ্দীন কে উপদেষ্টা। বিজয় টিভি ও দৈনিক পূর্বদেশের জেলা প্রতিনিধি এম সাইফুল ইসলামকে সভাপতি, লক্ষ্মীছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পাহাড়ের আলো পত্রিকার সম্পাদক মোঃ মোবারক হোসেনকে সহ-সভাপতি, দৈনিক সরেজমিন বার্তা ও জাগরনী টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মুহাম্মদ লোকমান হোসাইনকে সাধারণ সম্পাদক, রামগড় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের রামগড় প্রতিনিধি মো: নিজাম উদ্দিনকে সহ-সম্পাদক, দৈনিক সরোজমিন বার্তা এর ব্যবস্থাপনা সম্পাদক আল- মামুনকে অর্থ সম্পাদক, দৈনিক ইনকিলাব ও দৈনিক পূর্বদেশ পত্রিকার রামগড় প্রতিনিধি রতন বৈষ্ণব ত্রিপুরাকে প্রচার, প্রকাশনা, ক্রিড়া ও সংস্কৃতিক সম্পাদক, দৈনিক কালের কন্ঠ মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি সাগর চক্রবর্তী কমল ও দৈনিক ভোরের কাগজ ও ডেইলি অবজারভার রামগড় প্রতিনিধি করিম শাহকে কার্যনির্বাহী সদস্য এবং পার্বত্য কণ্ঠের সম্পাদক মো: শাহিন আলম, লক্ষীছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালাত মাহমুদ শিশির, মানিকছড়ি প্রেসক্লাবের সদস্য মিন্টু মারমাকে সদস্য করে একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।