আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়িঃ
মহান জাতীয় দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সরকারি, বেসরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় শহিদ বেদিতে ফুলেল বিনম্র শ্রদ্ধা ও স্কুল শিক্ষার্থীদের নিয়ে প্রভাতফেরী অনুষ্ঠিত হয়েছে।
দিবসের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে উপজেলা শহিদ বেদিতে প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে পুস্পস্তবক অপর্ণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া। এসময় সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান রুবেলসহ সকল দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।
সূর্যোদয়ের সাথে সাথে প্রাথমিক ও কিন্ডারগার্টেন এর শিশু-কিশোর, বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি দীর্ঘ দেড় যুগ পর নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রভাতফেরীসহ শহিদ বেদিতে পুস্পস্তবক অপর্ণ করেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. এনামুল হক ও সাধারণ সম্পাদক মো. মীর হোসেন।
এদিকে উপজেলা সকল প্রাথমিক, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান ও উপজেলা শহিদ বেদিতেও পুস্পস্তবক অপর্নের পাশাপাশি প্রভাতফেরীতে অংশগ্রহণ করেন।